Rayna Sayna

My name is Rezaul karim. I have completed MA in Islamic History & Civilization. Worked in Palli Mongal Karmosuchi (PMK) Position Asst. Manager ( IT). This Blogged you get Natural Video. Writing

তুমি চুপ কর, তুমি বস, কোন কথা বলবা না, এমন সরল উক্তি যার মুখের বুলি ।।।


বাবু সুবাস চন্দ্র দত্ত । যিনি আমাদের কাছে “বাবু” স্যার নামেই সমাধিক পরিচিত ছিল ।আমাদের শ্রদ্ধেয় স্যার, জন্মগ্রহন করেন ১৪ই অক্টোবর ১৯৬৭ সনে । পাকুড়াইল, বড়ইবাড়ী, কালিয়াকৈর গাজীপুরে ।পিতা: নেপাল চন্দ্র দত্ত । মাতা: অঞ্জলী রানী দত্ত । তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত মির্জাপুর কলেজ থেকে বি,এ ও বি,এড ডিগ্রি অর্জন করেন । জগতের যত ঘৃনা, যত ভয় ও মান-অভিমান তাকে কখনোই স্পর্শ করতে পারেনি । ব্যাক্তি জীবনে নিরেট ভদ্রলোক, অত্যন্ত সরল প্রকৃতির একজন মানুষ ।
কিছু শিক্ষার্থী তার এমন সরলতার সুযোগ নিয়ে ক্লাশ ফাঁকি দেওয়ার বিভিন্ন অজুহাত খুজে বের করার প্রচেষ্টায় রত থাকত সবসময়। স্যারের এমন সরলতাকে যারা দুর্বলতা ভেবেছিল তারা হয়তো জানতো না যে তারা নিজের সাথেই নিজেরাই এক ভয়ানক প্রতারনায় মগ্ন রয়েছে ।তিনি হিন্দু ধর্মালম্বী হলেও ইসলাম শিক্ষা বিষয়ে গভীর জ্ঞান নিহিত ছিল ।স্যারের কাছ থেকেই শুনেছি তিনি নাকি ইসলাম শিক্ষা বিষয়েও পড়াশোনা করেছেন ।প্রকৃতপক্ষে স্যার ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার একজন নির্ভেজাল মানুষ।পরীক্ষায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন খুবই মিতব্যায়ী । শুধু কি তাই মাঝে মাঝে তিনি বিভিন্ন স্যারের নিকট হতে ধারদেনা করে হলেও ৩৩ মার্কস দিতে ভুল করেননি ।তবে প্রকৃত বিষয় এই যে তার খাতায় একবার যে পাশ করতো কোন পরীক্ষায় তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কোনদিন।
যদি স্যারের সাথে কোন দুষ্টুমী করতাম.. তিনি সরলতায় ভরা মুখ নিয়ে বলতেন..
তুমি চুপ কর, তুমি বস,

1 টি মন্তব্য:

  1. Top 10 casino games from your experience playing Slots
    Play the bet365 com au best slot machines for real money, including progressive jackpots! 크루즈 베컴 The 바카라 사이트 주소 casino software 룰렛 만들기 offers the best games, so you know which ones have 강원랜드 떡 the highest RTP?

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.