Rayna Sayna

My name is Rezaul karim. I have completed MA in Islamic History & Civilization. Worked in Palli Mongal Karmosuchi (PMK) Position Asst. Manager ( IT). This Blogged you get Natural Video. Writing

প্রত্যাশা ও প্রাপ্তি- নতুন সূর্যোদয়ের



প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিশাল ফারাক বিদ্যমান । এটা প্রকৃতি প্রদত্ব । তবুও মানুষের প্রত্যাশার কোন সীমা রেখা নেই । প্রাপ্তি যতটুকুই হোক না কেন! আমরা চির-অবহেলিত জাথালিয়া বাসী । আমাদের প্রত্যাশা ছিল আকাশ চুম্বী ।কিন্তু পেয়েছি নিতান্তই সামান্য । রাস্তা ঘাট এমন যে, একটু বৃষ্টি হলে কিংবা সন্ধা হলেই আর বাড়ী ফেরার কায়দা নেই ।আবার অসুস্থ হলে রাস্তায় নির্ঘাত মৃত্যু । আসলে সবই আমাদের নিয়তির খেলা । একটা বিচ্ছিন্ন এলাকা হিসেবে তবুও যতটুকু পেয়েছি তাকে তো আর ছোট করে দেখার অবকাশ নেই । হাজারো প্রত্যাশার মধ্যে একটা বড় প্রাপ্তি হল-জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা ।এলাকার সকল শ্রেনী পেশার মানুষের দৃপ্তশপথ, অর্থনৈতিক সহযোগীতা, কাঠোর পরিশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা প্রতিষ্ঠিত হয়েছে ।মনের গভীরে আর একটা প্রত্যাশা উঁকিঝুকি মারে প্রতিনিয়ত তা হল- জাথালিয়া মজিদচালা স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা ।আমরা কষ্ট করেছি তাতে সমস্যা নেই কিন্তু আমাদের সন্তানরা যাতে কষ্ট না করে সেজন্য একটা কলেজ খুবই প্রয়োজন… কিন্তু তা দিতে পারে এলাকার বিপ্লবী মানুষ আর নির্ভরতার প্রতিক সেই জনাব মোখলেসুর রহমান স্যার। আমার বিশ্বাস, তিনি তা পারবেন এলাকার সকল শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে। শরীরের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে কিন্তু মনের সাহস কখনো কোন সীমাবদ্ধতায় আটকে থাকে না।
জনাব মোখলেসুর রহমান স্যারঃ-
জনাব মোঃ মোকলেসুর রহমান মাষ্টার
একজন শিক্ষক শুধু জন্মগ্রহনই করেন না। শিক্ষক তৈরীও হন। একজন শিক্ষকের কিছু জন্মগত বৈশিষ্ট্য থাকে। আমার বিশ্বাস হয়তো স্যার একজন শিক্ষক হয়েই জন্মগ্রহন করেছিলেন তাইতো তিনি নিজেকে কোন নির্দিষ্ট গন্ডির ভেতর সীমাবদ্ধ রাখেননি।তাইতো উচ্চ শিক্ষার প্রাতিষ্ঠানিক রুপ প্রদানের মধ্যদিয়ে জাথালিয়ার কৃতি সন্তান মোঃ হাবিবুর রহমান স্যারের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তারই ছাত্র ও আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মোঃ মোকলেসুর রহমান এলাকার সকল শ্রেনি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ১৯৯২ সালে ‘জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলেন। যিনি আধুনিক ও শিক্ষিত বৃহত্তর জাথালিয়া গড়ে তোলার লক্ষ্ নিয়ে শিক্ষা আন্দোলনকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়।
মোঃ মোকলেসুর রহমান স্যার
যিনি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক । জন্মগ্রহন করেন ১০ জুলাই ১৯৭০ সালে বৃহত্তর জাথালিয়া, ফুলবাড়ীয়া, কালিয়াকৈর, গাজীপুরে । পিতা- মরহুম আবু সাইদ মিয়া, মাতা- ওয়াতননেছা। ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রী অর্জন করেন এবং উত্তরা ইউনির্ভাসিটি থেকে এম,এ পাশ করেন।
অসীম সাহস ও ধৈর্যের প্রতীক হয়ে রয়েছেন স্কুলের যত শুভকর্মে। তিনি তাঁর নিজের হাতেই গড়ে দিয়েছেন শত শত কোমল হৃদয়ের স্বপ্নকে। তাঁর জীবনের যত শ্রম, যত অধ্যাবসায় ঢেলে দিয়েছেন স্কুল বিনির্মাণে। সফল হয়েছেন সকল কর্মে, তবু পরিপূর্ন সফলতার জন্য আজো নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। শুরু থেকেই সাদামাটা আচার-আচরণ,ধৈর্য ও সহনশীলতার মূর্ত-প্রতিক হয়ে উঠেছিলেন। জীবনের সামান্য সময়ও তিনি ব্যয় করেননি যে সময়ে শিক্ষার বিকল্প অন্য কিছু ছিল। সকল বাধা দূরে ঠেলে তিনি সামনের দিকে ছুটে গেছেন দুর্বার গতিতে। যেখানে তাঁকে পেছনে ফেলার দুঃসাহস ছিল না কারো । যদি কেউ কখনো আমাকে প্রশ্ন ছুড়ে দেয়, শিক্ষা, সংস্কৃতিতে তোমার আদর্শ কে?সকল ভাবনা ভুলে এক উত্তরে বলব,‘শিক্ষা, সংস্কৃতিতে আমি মোকলেসুর রহমান স্যারের আদশকেই ধারন করি।’
কারন তাঁর আদশে রয়েছে অন্ধকার মুছে আলো জ্বালানোর মহৎ প্রচেষ্টা। যেখানে কেউ পারেনি, সেখানে স্যার পেরেছেন সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে নতুন সূর্যোদয়ে। এখানেই হয়তো তিনি থেমে যাবেন না। তাঁর পরবর্তী স্বপ্ন একটি কলেজ প্রতিষ্ঠা করা, যা হয়তো তিনি নিজের হাতেই গড়ে যাবেন।

1 টি মন্তব্য:

  1. BetMGM Casino Promo Code For NJ & PA - JTHub
    The BetMGM Casino 광주 출장마사지 promo code is LEGALRF, and it allows bettors 거제 출장샵 to claim a $500 risk-free bet after registering their account. BetMGM Casino Promo 오산 출장마사지 Code  Rating: 성남 출장마사지 5 경산 출장마사지 · ‎Review by JTHub

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.