Rayna Sayna

My name is Rezaul karim. I have completed MA in Islamic History & Civilization. Worked in Palli Mongal Karmosuchi (PMK) Position Asst. Manager ( IT). This Blogged you get Natural Video. Writing

নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ হয়তো আর কখনো কোনদিন পাব না, পারলে ক্ষমা করে দেবেন স্যার ।



শ্রদ্ধেয় আবুল হাশেম স্যার । আমদের জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক । আমার শ্রদ্ধাভাজন স্যার । জন্মগ্রহন করেন ১০ই আগষ্ট ১৯৭১, কোটবাড়ী, কালিয়াকৈর ,গাজীপুরে । পিতা আব্দুস সোবহান । মাতা হাজেরা বেগম ।আবুল হাশেম স্যার তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ থেকে বি,এ বি,এড এবং উত্তরা ইউনির্ভাসিটি থেকে এম,এ ও এম,এড ডিগ্রি অর্জন করেন ।

তাঁর পিতা ছিলেন জাথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তাই এই স্কুলে প্রথম শ্রেণীতে কিছুদিন যাওয়া আসার সুবাদে আমার সৌভাগ্য হয়েছিল স্যারের বাবার কাছে পড়ালেখা শেখার । আমার জন্য চরম সৌভাগ্যের বিষয় এই য়ে বাবা ও ছেলে দুজনেই ছিলেন আমার শিক্ষাগুরু । শিক্ষা পরিবারে জন্ম সেই সুবাদে একজন শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েই বেড়ে ওঠেন । শুধু তাই নয়, শিক্ষকতার মত মহান পেশাও বেছে নেন ।
সকল ছাত্র/ছাত্রীদের হয়তো জানা আছে স্যার ছিলেন খুব কড়া প্রকৃতির । আসলে ইংরেজী পড়াতেন তাই একটু কড়া না হলে ভাল রেজাল্ট কিভাবে সম্ভব ।অত্যন্ত যত্ন করে পড়াতেন আমাদের ।যেন কখনোই কোন পরীক্ষায় অকৃতকার্য না হই । আমাদের ভবিষ্যৎ এর জন্য স্যার একটু কঠোর হলেও মনথেকে তিনি ছিলেন খুই কোমল প্রকৃতির । তবুও আমি স্যারকে প্রচন্ড ভয় পেতাম । কারন স্কুল জীবনে আমি বরাবরই ইংরেজীতে দুর্বল ছিলাম ।তাই নানা অজুহাতে স্যারের ক্লাশ ফাঁকি দেওয়ার বৃথা চেষ্টা ছিল আমার সব সময় । ফলে স্যারের একজন অপ্রিয় ছাত্র হিসেবে আমার নামটা ছিল প্রথম সাড়িতেই । তবুও আমাকে কক্ষপথে ফেরাতে স্যারের অন্তরিক প্রচেষ্টার কোন ঘাটতি ছিল না । দু:খ ভরাক্রান্ত মন নিয়ে স্যার আমাকে প্রায়ই বলত দেখ আমার কথাগুলো মনে করে একদিন তুমি চোখের জল ফেলবে ।
সেদিন স্যারের এই কথাগুলো আমার হয়তো ভাল লাগেনি । এ কথার মর্মার্থ না বুঝেই কৌশলে স্যারকে এড়িয়ে গেছি । আজ স্যারের সেই কথাগুলো খুবই মনে পড়ে এবং চোখের জল ধরে রাখতে পারি না । আজ ঠিকি অনুধাবন করতে পারি –ইংরেজীর প্রতি অবহেলা আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে অনগ্রসরতার মূল কারন । আজ বলতে কোন দ্বিধা নেই যে এ ছিল আমার জীবনের অনির্বাচনীয় ভুল যার অনিশ্বেষ অগুনে বারংবার পুড়বে এ জীবনজার্নি । নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ হয়তো আর কোনদিন পাব না তাই পারলে আমাকে ক্ষমা করে দিয়েন স্যার ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.